ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইনজেকশন দিতেই খিঁচুনি ও কাঁপুনি শুরু হল একাধিক রোগীর
বেস্ট কলকাতা নিউজ : কারোর বেশ কয়েক দিন ধরেই চলছে জ্বর। আবার কারো কারোর জ্বর কমে গেলেও আবার জ্বর আসছে নতুন করে। নদিয়ার ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন এমনই বেশ কয়েকজন রোগী। যাদের কারও কারও র বাড়ি ধুবুলিয়া, সোনাডাঙ্গা সহ পার্শবর্তী এলাকায় । জ্বর এর বিভিন্ন রকম উপসর্গও ছিল তাদের মধ্যে । মঙ্গলবার সন্ধ্যা নাগাদ জ্বরে আক্রান্ত ওইসব রোগীদের ইনজেকশন দিয়েছিলেন ধুবুলিয়া হাসপাতালের কর্তব্যরত নার্সরা । যদিও ওই রোগীদের মধ্যে কাঁপুনি ও খিঁচুনি শুরু হয় যায় ইনজেকশন দেওয়ার পর থেকেই। অস্থিরতা দেখা যায় শরীরের মধ্যেও । তা দেখার পর থেকেই এক রকম আতঙ্কিত হয়ে পড়েন রোগীর বাড়ির লোকজনরাও । তারা চিৎকার চেঁচামেচি শুরু করেও দেন । তৈরি হয় একটা উত্তেজনাকর পরিস্থিতিও ।রোগীর বাড়ির লোকজন আরও অভিযোগ করেন, ভুল ইনজেকশন দেওয়ার পর থেকেই অস্বস্তি শুরু হয়ে যায় রোগীদের মধ্যে । রোগীরা ছটফট করতে থাকেন কাঁপুনিতে। দেখা দেয় খিঁচুনি ও । খবর পৌঁছে যায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরেও ।