নগদ টাকা তোলা যাবে পাড়ার দোকান থেকেও! ফোন পে চালু করল ডিজিটাল এটিএম পরিষেবা
বেস্ট কলকাতা নিউজ : নোটবন্দি করে ডিজিটাল পেমেন্টের যতই প্রচার করা হোক না কেন, আদতে এতটুকুও কমেনি নগদ টাকার প্রয়োজন। এখনও একরকম হাহাকার শুরু হয়ে যায় এটিএমে নগদ টাকা না থাকলেই। বাড়ির আশেপাশে ক্যাশবিহীন সবকটি এটিএম – অনেকেই সম্মুখীন হতে হয় এমন অবস্থার। কিন্তু এবার সমাধান নিয়ে এল ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোন পে. আগেই রয়েছে এই সংস্থার অ্যাপ থেকে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা। সেই অ্যাপও ব্যব্হার করেন অনেকেই। এবার এই সংস্থা দেবে এটিএম পরিষেবাও। তবে যেভাবে এটিএম কাউন্টার থাকে, কিন্তু তেমনটা নয়।নগদ টাকা তোলা যাবে পাড়ার দোকান থেকেও। প্রথমবার এই ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে ভারতে। এই বিশেষ পরিষেবাই চালু করে এই সংস্থা।
এই পরিষেবা চালু করে সাধারণ মানুষের সমস্যা মেটানোর চেষ্টা করছে . কীভাবে টাকা তোলা যাবে? যেতে হবে মোবাইলে ইনস্টল করা ফোন পে অ্যাপে। ষ্টোর অপশনে ক্লিক করতে হবে।,এলাকার কোন দোকানে এই পরিষেবা পাওয়া যাচ্ছে তা খুঁজে বের করতে হবে ‘ফোন পে এটিএম আইকনে গিয়ে।ওই দোকানে গিয়ে ক্লিক করতে হবে উইথড্র বাটনে। এরপর আপনার প্রয়োজনীয় টাকা দোকানদারের কাছে চলে যাবে ফোনপে অ্যাপের মাধ্যমে। তখনই ওই দোকানদার ওই পরিমাণ নগদ টাকা দেবেন আপনাকে। এই পরিষেবার জন্য কাস্টমার বা দোকানদার, কাউকেই অতিরিক্ত কোনও টাকা দিতে হবে না। যে ব্যাংকে যত টাকা তোলার লিমিট আছে, এক্ষেত্রেও কার্যকর হবে সেটাই।