নতুন ব্যবস্থা পূর্ব রেলের, এখন থেকে দূরপাল্লার টিকিটও কাটা যাবে ভেন্ডর থেকে
বেস্ট কলকাতা নিউজ : ভেন্ডার নির্ভর টিকিট কাটার ব্যবস্থা এতদিন উপলব্ধ ছিল লোকাল ট্রেনগুলোর ক্ষেত্রেই। এবার দূরপাল্লার ক্ষেত্রেও আসতে চলেছে সেই পরিষেবা। এবার থেকে ভেন্ডর স্টলগুলি থেকে কাটা যাবে দূরপাল্লার টিকিও।সম্প্রতি পূর্ব রেল কতৃপক্ষ এই কথা জানিয়েছে।এখন রাজ্যে মূলত ৩টি ফ্রাঞ্চাইজির কাছে রয়েছে ভেন্ডরশিপের অনুমোদন। সেখান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যেত এতদিন। হাওড়া ও শিলায়লদহ স্টেশনের বাইরে থাকে এই ভেন্ডার স্টল। রেল এই ব্যবস্থার প্রবর্তন করে রেলের টিকিট কাউন্টারের ভিড় এড়াতেই। সুফলও মিলেছিল হাতে নাতে ।ট্রেনের টিকিট মিলত সামান্য কিছু টাকা অতিরিক্ত দিলেই। ফলে অনেকেই টিকিট কেটে নিতেন ভেন্ডারের স্টলগুলি থেকে।
এবার সেই স্টল থেকে দূরপাল্লার টিকিটও কাটা যাবে এখন থেকে। তবে এক্ষেত্রেও অতিরিক্ত কিছু ভাড়া গুনতে হবে নিয়ম মাফিক। আরও জানা গিয়েছে যাত্রীপিছু অতিরিক্ত ২০ টাকা দিতে হবে সাধারণ সংরক্ষিত কামরা, চেয়ার কার বা স্লিপার ক্লাসের টিকিটের ক্ষেত্রে। এসির ক্ষেত্রে কিছুটা বাড়বে এই টাকার পরিমান। সেক্ষেত্রে যাত্রীপিছু গুণতে হবে ৩০ টাকা। অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে এটি ফার্স্ট ক্লাস, এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ার এবং এসি চেয়ারকারে প্রতিটি টিকিটের জন্যও।