নদীর পাড় বাঁধাই হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সেচ দপ্তর ইতিমধ্যেই প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছে দক্ষিণ দিনাজপুর জেলার নদীর পাড় বাঁধানোর জন্য। মূলত পাড় বাঁধানো হবে জেলার তিনটি প্রধান নদীর। গত আর্থিক বছরে এই কাজ শুরু হয়েছিল জেলার বেশ কিছু এলাকাতেও। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে সেগুলিও দ্রুত শেষ করা হবে বলেও।
প্রসঙ্গত, এই জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবছর বর্ষায় জেলার তিনটি প্রধান নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণেও। অনেকটাই সুবিধা হবে নদীর পাড় বাঁধানো হলে। ২০২১ সালের মার্চ মাসের মধ্যেই এই শেষ হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে।
সেচ দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, এই কাজ শুরু হবে আত্রেয়ী নদীর উপরে প্রায় পাঁচটি জায়গায়। ইতিমধ্যেই পাড় বাঁধাইয়ের কাজ হয়েছে কুমারগঞ্জ ব্লকের কূলহরি ও বেগুনবাড়ি এলাকায় ১২০০ মিটার, বালুরঘাট ব্লকের পতিরামের হরিহরপুরে ৮০০ মিটার, পরাণপুর এলাকার পার্বতীপুরে ৬০০ মিটার। অন্যদিকে, পাড় বাঁধানো হবে তপন ব্লকের পূর্ব মান্দাপাড়া এলাকায় পুনর্ভবা নদীর প্রায় ৫০০ মিটার।