নবান্ন কন্ট্রোল রুম খুলল ইউক্রেনে আটকে থাকা বাংলার নাগরিক এবং ছাত্র-ছাত্রীদের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কন্ট্রোল রুম খোলা হল ইউক্রেনে আটকে থাকা বাংলার নাগরিক এবং ছাত্র-ছাত্রীদের জন্য। এই কন্ট্রোলরুম সকাল ন’টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাজ করবে। এই কন্ট্রোল রুমে কাজ হবে দুটো শিফটে । কন্ট্রোল রুমের নম্বর হল – 0091-33-22143526 এবং 1070। জানা গিয়েছে, আটকে থাকা নবান্ন আরও তৎপর হয়েছে এ রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে৷ কোন জেলার কতজন বাসিন্দা ইউক্রেনে আটকে রয়েছেন, নবান্ন সেই রিপোর্টও চেয়ে পাঠিয়েছে প্রতিটি জেলা থেকে৷

এদিকে রাজ্য সরকার কন্ট্রোল রুমও খুলেছে ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে ৷ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১২-৩৫২৬ এবং ১০৭০৷ ইউক্রেনে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের সম্পর্কে কোনও খবর এলেই তা জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে জানানোর জন্য৷ এ বিষয়ে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে এমনকি প্রত্যেক জেলাশাসককেই৷ এদিকে বিশেষ কন্ট্রোলরুমও খোলা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। ইতিমধ্যেই রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের কথা বলেছেন। এদিকে শোনা যাচ্ছে আমেরিকার প্রেডিসেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলবেন রাশিয়া নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *