‘ নাকতলা থেকেই চলবে শিক্ষা দফতর’, বলেছিলেন পার্থ,বিস্ফোরক মন্তব্ব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়-র
বেস্ট কলকাতা নিউজ : ‘সদর্পে বলেছিলেন শিক্ষা দফতর চলবে নাকতলা থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে নয়’, অবশেষে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ।বৈশাখী বলেছেন তিনি চেনেন না এই পার্থ চট্টোপাধ্যায়কে। কারণ এই পার্থই নাকি তাকে বলেছিলেন তিনি চান আরও বেশি করে রাজনীতিতে আসুক বৈশাখীর মত মেয়েরা যারা টাকার জন্য রাজনীতি করে না তারা। বৈশাখী চরম বিস্মিত সেই পার্থর বিরুদ্ধে এত বড় অভিযোগ দেখে ।বৈশাখী জানিয়েছেন তিনি পার্থকে যে সমস্ত দূর্নীতির কথা জানিয়েছিলেন তিনি তার কোনটাই শোনেননি উলটে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল উনি কোন না কোন সময় পুরস্কৃত করেছেন তাদেরকে।

বৈশাখী মনে করছেন যে পার্থর অহংবোধ দায়ী আজকের এই পরিস্থিতির জন্য ।বৈশাখীর বিস্ফোরক দাবি ‘উনি সবসময় বলতেন দলের তিনি নাম্বার টু! মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারবেন না’আমাকে। বৈশাখী আরও জানিয়েছেন যে পার্থ বলতেন তিনি যা করেন তাতে শিলমোহর থাকে মমতা বন্দ্যোপাধ্যায়-র।’

