নিজের ওয়ার্ডের দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : নিজের ওয়ার্ডের প্রতিবন্ধী এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান অনেকেরই নানারকম ভাবে অসুবিধায় আছেন, সমস্যার মধ্য দিয়ে আছেন। আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করা। আমি নিজে দেখেছি এই ঠান্ডায় বহু মানুষ সমস্যার মধ্যে দিয়ে চলছেন। তাদের পাশে দাঁড়ানোর কর্তব্য আমাদের। আজকে কিছু মানুষকে সাহায্য করলাম। উপকার করলাম বা করতে চেষ্টা করলাম, মানুষের পাশে দাঁড়ানোর একটা আলাদা আনন্দ আছে। বিশেষ করে সেই মানুষ যদি সত্যি করে প্রয়োজনীয়তা অনুভব করে। এবারে প্রচুর ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় পর্যাপ্ত গরম পোশাক বহু মানুষের নেই। তাই আজকে কিছু মানুষের হাতে গরম পোশাক তুলে দিলাম । মেয়র গৌতম দেব এদিন আরো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দুস্থদের অভাব অনুভব করেন। তাই আমরা মানুষের পাশে এবং মানুষের কাছে থাকতে চেষ্টা করি। এবং এটা করে যাব আমরা, এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।


