নিরঞ্জনের সময় নৌকা উল্টে -৫ জনের মৃত্যু হলো মুর্শিদাবাদে
বেস্ট কলকাতা নিউজ : মুর্শিদাবাদের বেলডাঙায় বিষাদের সুর নেমে এলো দশমীর বিকেলেই। দশমীর বিকালে স্থানীয় একটি বিলে প্রতিমা নিরঞ্জন চলছিল প্রথা মেনেই। দুটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে ৫ জন প্রাণ হারালেন সেই সময়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বেলডাঙার ডুমনিদহ বিলে হাজরা বাড়ির দুর্গা প্রতিমার নিরঞ্জন চলছিল সোমবার বিকেলে। সর্বপ্রথম প্রথামাফিক হাজরা বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়। তারপর চলে বেলডাঙার অন্যান্য পুজো প্রতিমার নিরঞ্জনও। এবারও প্রথামতো হাজরা বাড়ির প্রতিমা নিরঞ্জন করা হচ্ছিল বিলের মাঝামাঝি দুটি নৌকা থেকে ।একটি নৌকা একদিকে হেলে যায় সেই সময়। সেই নৌকায় যাঁরা ছিলেন, জলে পড়ে যান তাঁদের সকলেই।
অপর নৌকাটিও উলটে যায় তার জেরেই।পড়ে যান সেই নৌকার যাত্রীরাও। কমপক্ষে ৩৫ জন ছিলেন দুটি নৌকায়। তাঁদের মধ্যে অধিকাংশই বিলের পাড়ে চলে আসেন সাঁতার কেটে। কিন্তু খোঁজ মিলছিল না কয়েকজনের। এমনকি তল্লাশিও শুরু হয় তাঁদের খোঁজে। পরে রাতের দিকে উদ্ধার করা হয়েছে পাঁচজনের মৃতদেহ। মৃতদের নাম পিকন পাল, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নিপন হাজরা, সুখেন্দু দে এবং সোমনাথ বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত প্রতিমার কাঠামোর নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই পাঁচজনের।