নেপথ্যে কি মিড ডে মিল? না অন্য কিছু শিক্ষক সৌরভ কুমার রায়ের মৃত্যুতে ক্রমশ ছড়াচ্ছে ধোঁয়াশা
নিজস্ব সংবাদদাতা : মিড ডে মিল এর কারণে কি মৃত্যু হলো বা চলে যেতে হল সৌরভ কুমার রায় কে? ফারাবারি হাই স্কুলের শিক্ষক সৌরভ কুমার রায়ের মৃত্যুর পরে ঠিক এমন প্রশ্নই উঠেছে। কি হয়েছিল? সকালে স্কুল করে নিরুদ্দেশ ছিলেন তিনি , বারে বারে ফোন করেও তাকে ফোনে পাচ্ছি লেন না বাড়ির লোকজন, বাধ্য হয়ে তারা আশিঘর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ নেয়, অনেক খোঁজাখুঁজির পরে রাত আটটার সময় স্কুল থেকেই ফোন আসে , আপনারা স্কুলে চলে আসুন, বাড়ির লোকজন স্কুলে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায় সৌরভ রায় কে। বাড়ির লোকজনের অভিযোগ আত্মহত্যা করেনি তাদের ছেলে , মেরে খেলা হয়েছে তাকে। কারণ বাড়িতে কোনঝামেলা বা অশান্তি ছিল না।স্বামী স্ত্রীর মধ্যেও কোন ঝামেলা ছিল না, তবে কি জন্য এই সিদ্ধান্ত নিল সৌরভ?
বাড়ির লোকেরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই তার স্কুল নিয়ে বাড়িতে নানা অভিযোগ করছিল সৌরভ, ফুলের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে এমনটাই জানিয়েছিল সে। ঘটে গেল এই দুর্ঘটনা। তিন তলা বাড়ি সৌরভদের, আর্থিকভাবে ভালো মতোই সচ্ছল ছিল তারা। কাজে কোন সমস্যা হওয়ার কথাই নেই। তার বোন এবং তার কাকার অভিযোগ মিড ডে মিল সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে সৌরভ কে প্রচণ্ড চাপাচাপি করছিল স্কুলের তরফ থেকে। সেটা নিয়ে প্রচন্ড চাপে ছিল সৌরভ। বাড়ির লোকেদের অভিযোগ দোষ স্বীকার করে নিতে বলা হচ্ছিল সৌরভকে, রাজি না হওয়ায় এই পরিণতি হল সৌরভের। বাড়ির লোকেরা কোন কর্তৃপক্ষের বিরুদ্ধে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।