নেশামুক্তি কেন্দ্র থেকে ২৭ আবাসিক চম্পট দিল কাঁচা লঙ্কা ভেঙে নিরাপত্তা কর্মীর চোখে দিয়ে
বেস্ট কলকাতা নিউজ : নেশামুক্তি কেন্দ্র থেকে ২৭জন আবাসিক পালিয়ে গেল ঝুড়ি থেকে কাঁচা লঙ্কা নিয়ে তা ভেঙে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর চোখে মুখে ছিটিয়ে দিয়ে। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে। সোমবার ভোররাতের এই এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় তেহট্ট এলাকায়। ঘটনার পর পুলিশ দুজনকে উদ্ধার করেছে। তল্লাশি চলছে এমনকি বাকিদের খোঁজে। মূলত তেহট্ট থানা এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে তেহট্ট ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে। ৩৩ জন আবাসিক ছিলেন দীর্ঘদিন ধরে চলা এই হোমে। তাঁরা পড়েছিলেন এমনকি কোনও না কোনও নেশার কবলে।
আরও জানা গেছে, নেশাগ্রস্ত এই মানুষদের তাঁদের পরিবারের তরফেই এখানে এনে রাখা হয়েছিল আবার জীবনের মূল স্রোতে ফেরাতে। হোমের কর্তারা চিকিত্সার পাশাপাশি তাঁদের পুনর্বাসনের জন্যও চেষ্টা চালাচ্ছিলেন। এঁদের বাড়ি নদিয়ার বিভিন্ন এলাকায়। তাঁদেরই মধ্যে ২৭ জন হোম থেকে পালিয়ে যায় সোমবার ভোররাতে। সোমবার ভোররাতে হঠাত্ই এই আবাসিকরা বচসায় জড়িয়ে পড়েন সংস্থার কর্মীদের সঙ্গে। নিরাপত্তার দায়িত্বে থাকা শংকর দাস এও বলেন, ”আচমকাই কাঁচালঙ্কা ভেঙে আমার চোখে মুখে ঢেলে দেয়। তারপর বালিশের তলা থেকে চাবি নিয়ে তারা গেট খুলে পালায়।”