এবার থেকে আর নয় কোভিড হাসপাতালের চিকিৎসক-নার্সদের হোটেলে থাকার খরচ, এমনটাই জানাল স্বাস্থ্য দফতর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের স্বাস্থ্য দফতর এক নতুন সিদ্ধান্ত নিলো খরচে লাগাম টানতে। এবার থেকে খরচ সরকার আর বহন করবে না কোভিড হাসপাতালের চিকিৎসক- নার্সদের হোটেলে থাকার খরচ। রাজ্য সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বেশকিছু অতিরিক্ত সুবিধা পেতেন সেই লকডাউনের সময় থেকেই। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিল সেই সুযোগ সুবিধা গুলোই বন্ধ করার।সরকারি কোভিড হাসপাতালের চিকিৎসক ও নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এখন থেকে আর এই সুবিধা পাবেন না আগামী সপ্তাহ থেকে। তাঁদের হাসপাতালে আসতে হবে বাড়ি থেকেই। বিশেষ ব্যবস্থা চালু হয়েছে এমনকি জেলার সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বাড়ি থেকে আনার ক্ষেত্রেও।

এই বিষয় রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী বলেছেন, “লকডাউন আগেই উঠে গিয়েছে। যানবাহনও চলছে স্বাভাবিক নিয়মে। এমনকী, চালু হয়েছে ট্রেনও। তাই সরকার এই ব্যবস্থা প্রত্যাহার করে নিল স্বাভাবিক কারণেই। এই ব্যবস্থা আর চালু থাকবে না এখন থেকে।” প্রসঙ্গত, লকডাউনের সময় আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি হাসপাতালে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা করেছিলেন। দূর দূরান্ত থেকে যে-সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে আসতে হয়, তিনি নির্দেশ দেন হাসপাতালের কাছে থাকা হোটেলে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *