পড়ুয়াদের বরুণের মতো প্রতিবাদী হতে ডাক দিলেন মিত্র ইনস্টিটিউশনের (মেন) শিক্ষকেরা
বেস্ট কলকাতা নিউজ : ‘শুধু পড়াশোনায় ভাল হলেই হবে না, এমনকি হতে হবে বরুণ বিশ্বাসের মতো শিরদাঁড়া সোজা রাখা এক জন প্রতিবাদী মানুষ।’ মঙ্গলবার শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশন এই বার্তাই দিলেন তাঁদের পড়ুয়াদের । এমনকি শোনালেন সেই প্রতিবাদী চরিত্রের কথাও। এ দিন ছিল বরুণ বিশ্বাসের দশম মৃত্যুবার্ষিকী । উত্তর ২৪ পরগনার সুটিয়ার বাসিন্দা, প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাস শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশনে বাংলার শিক্ষক ছিলেন। ১৯৯৯ সালের ২ জানুয়ারি থেকে মৃত্যুর দিন পর্যন্ত শিক্ষকতা করেছেন সেখানেই।
উল্লেখ্য ,২০১২ সালের ৫ জুলাই দুষ্কৃতীরা বরুণকে গোবরডাঙা স্টেশন চত্বরে গুলি করে মারে। সেই সময়ে তিনি এলাকার প্রতিবাদী মুখ হয়ে উঠেছিলেন গাইঘাটায় একের পর এক গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে। কয়েক জন দুষ্কৃতী ধরা পড়ে ওই সব ঘটনায় ।এমনকি সাজাও হয়। মূলত বরুণই কয়েকটি মামলায় মূল সাক্ষী ছিলেন। বছর চল্লিশের শিক্ষক বরুণ হয়ে ওঠেন প্রতিবাদের মুখ। দুষ্কৃতীরা তাঁকে সরিয়ে দিল সে কারণেই , এই অভিযোগে সুটিয়া এলাকাও ব্যাপক উত্তাল হয় sei ।
মৃত্যুর ১০ বছর পরেও তাঁকে ভুলতে পারেননি বরুণের স্কুলের শিক্ষকেরা। তাঁর কথা বলতে গিয়ে তাঁদের অনেকের চোখ আজও ভিজে ওঠে। এ দিন সকালে স্কুলের সামনে বরুণের স্মৃতিচারণ করেন কর্তৃপক্ষ। সেই স্মৃতিচারণায় অংশ নিয়েছিল ‘বরুণ বিশ্বাস স্মৃতি কমিটি’ও।