“পথের দিশারী”-র লড়াই জারি উপজাতিদের শিক্ষা, খাদ্য ও জীবিকা নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতার একটি বেসরকারি সংস্থা তাক লাগাচ্ছে উপজাতিদের শিক্ষা, খাদ্য ও জীবিকা নিয়ে কাজ করে। এর আগেও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে কাজ করেছেন বেশ কয়েকবছর আগে শুরু হওয়া পথের দিশারী নামক এই সমাজসেবী সংস্থা। বর্তমানে তাঁরা কাজ করছে ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া একটি উপজাতিদের নিয়ে ।ওই সংস্থার পক্ষে শর্মিষ্ঠা চক্রবর্তী বলেন, “ শবর প্রজাতি বেশ পুরোনো এক জনজাতি। ব্রিটিশ উপনিবেশিক আমলে চা বাগানে কাজ করতে দেখা যেত তাদের ।”পথের দিশারী নামক এই সমাজসেবী সংগঠন বর্তমানে এই জনজাতিদের নিয়েই একটি প্রজেক্ট তৈরী করেছে যার নাম দেওয়া হয়েছে ফুড ফর অল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ইরা মিত্রের কথায়, “ এই শবর প্রজাতি সেই সময় বেশ কিছু অপরাধ মূলক কাজকে পেশা হিসেবে বেছে নেয়। ফলে ব্রিটিশরা তাঁদের লাগিয়ে দেয় অপরাধীর তকমা। ” ওই সমাজসেবী সংস্থার সৌরভ ভট্টাচার্যের কথায় এই অপরাধী তকমা শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রেখেছে তাদের । পথের দিশারী চেষ্টা করে চলেছে পিছিয়ে পড়া শবর উপজাতির শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্ত অনহার আর ক্ষিদে ওদের নিত্যসঙ্গী, তারা ক্ষিদে পেটে ভাবতে পারছেনা অক্ষরের ভাষা..তাই পথের দিশারী উদ্যোগ নিয়েছে ”food for all” Project এর মাধ্যমে শিশুদের মুখে খাবার তুলে দেবার জন্য।