পথে পথে ঝালমুড়ি বিক্রি করে সংসার চলে ওদের, পুরসভার চোখ রাঙানিতে ওরা কি করবে?
নিজস্ব সংবাদদাতা : মাধব রায়, শিলিগুড়িতে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান, বাড়ি কোচবিহার এখানে বাবা, মা স্ত্রী এবং সন্তান আছে, একমাত্র পেশা ঝালমুড়ি বিক্রি, এরভিউ মোড়ের কাছে ঘর ভাড়া নিয়ে থাকেন, শুনেছেন সব কিছুই, জানালেন গত নয় বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে চলছি, বাড়িভাড়া ছেলেমেয়েদের পড়াশোনা চালানো এবং চিকিৎসা খরচ দিয়ে চলে যায় আমার সব কিছু, এছাড়া আছে খাবার খরচ, কি করবো? শুনেছি এখানে কাউন্সিলর দের কোনো হাত নেই, কলকাতা থেকে নির্দেশ এসেছে, বুঝতে পারছি না কি করবো, ফিরে যাবো না দোকান ভাড়া নিয়ে চলবো, আজ না হয় কাল আমাকে ফিরে যেতেই হবে, তাই ভাবছি, কারন এখানে আমার সবকিছু, তাই একটু সময় তো লাগবেই, তবে রোজ রোজ টাকার দরকার, তাই কিছু একটা করতেই হবে আমাকে, শিলিগুড়ি হিলকার্ড রোডের স্টেট ব্যাংক এর পাশে তার দোকান, তিনি আরো আমাকে সবাই ভালোবাসেন বিশেষ করে যারা এই ব্যাংক এ আসেন। তারাই বলছেন আমাকে দোকান ভাড়া নিতে আমরা সাহায্য করবো, দেখি কি করি, কারন চট করে কিছু পরিবর্তন করা যায় না। তবে একটা কিছু তো করতেই হবে জানালেন মাধব রায়।