পরলোকে গমন করলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা
বেস্ট কলকাতা নিউজ : পরলোকে গমন করলেন ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়ক ডা.আব্দুর রাজ্জাক মোল্লা। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন বার্ধক্যজনিত রোগের কারণে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ বৃহস্পতিবার সকালেই। তুষার ঘোষ, রশিদ গাজী-সহ অন্যান্য বাম নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান তার শ্যামনগরের বাড়িতেই।আজ বৃহস্পতিবারই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। প্রসঙ্গত, ১৯৮৭ সালে সিপিএম নেতা আব্দুর রাজ্জাক মোল্লা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন অবিভক্ত ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকেও। ৫ বছর তিনি ভাঙড়ের বিধায়ক ছিলেন। তবে পদ হারানোর পরও আব্দুর রাজ্জাক মোল্লা কোনদিন ছাড়েননি এমনকি দলের সঙ্গ। এক সময় দল বিরোধী কার্যকলাপের অভিযোগে এমনকি তাঁকে বহিস্কার করা হয়েছিল দল থেকেও। তবে আজ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সব রাজনৈতিক দলেই।