পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েল ফেয়ার কমিটির উদ্যোগে উত্তরবঙ্গের কৃতি ছাত্র -ছাত্রীদের নিয়ে অনুষ্টিত হলো দ্বিতীয় বর্ষ উৎসাহ দান সভা
শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েল ফেয়ার কমিটির উদ্যোগে উত্তরবঙ্গের কৃতি ছাত্র -ছাত্রীদের নিয়ে অনুষ্টিত হলো দ্বিতীয় বর্ষ উৎসাহ দান সভা । শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই উৎসাহ দান সভাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বর্তমান ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো সভার বর্তমান আধিকারিক এবং এমএমআইসিরা।

ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান প্রতিবছরই এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, শিলিগুড়ি পুরসভাও এতে যোগদান করে। তিনি এও বলেন এই ধরনের উৎসাহ দান সভার একটাই উদ্দেশ্য, সেটা হলো শিলিগুড়িতে অনেক কৃতি মেধাবী ছাত্র-ছাত্রী আছে, যাদের আর্থিক সঙ্গতি একেবারেই সুবিধার না। তারা এই আর্থিক সংকটের জন্য ঠিক করে উঠতে পারেন না, ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবেন, এবং কিভাবে পড়াশোনা চালিয়ে যাবেন। আমাদের এই উৎসাহ দান সভাতে আমাদের নজরে থাকে সেই সব ছাত্রছাত্রীদের উপর যারা প্রচন্ড মেধাবী অথচ আর্থিক সংকটের জন্য এগিয়ে যেতে পারছেন না আজকে আমরা তাদের কিছুটা হলো আর্থিক সাহায্য তুলে দিলাম যাতে তারা ভবিষ্যতের জন্য কিছুটা হলেও চিন্তা ভাবনা করতে পারে। আজকে এখান থেকে সাহায্য পেয়ে যদি তারা নিজের পায়ে দাঁড়াতে পারে তবেই আমরা বুঝবো আমাদের উদ্দেশ্য সফল হয়েছে জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।