পাঁচ দফা দাবি নিয়ে অবশেষে আমরণ অনশনে বসলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা
বেস্ট কলকাতা নিউজ : একই দাবিতে এবার অনশনে বসলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এদিকে তাঁদের ১০ জনের এক প্রতিনিধি দল অনশনে বসে বিকাশ ভবনের বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে অনশনে বসেছেন চাকরিহারা এই যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। মোট পাঁচ দফা দাবিকে সামনে রেখেই শুরু হয়েছে তাদের আমরণ অনশন ৷
তিন দফা দাবির পাশাপাশি আরও নতুন দুই দাবি যুক্ত করেছেন যোগ্য শিক্ষকরা। সেই দুই দাবি হল, মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফে এসএসসি অফিস অভিযান করা হয়। করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত যান যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের সদস্যরা। তারপর সেখানেই অবস্থানে বসে পড়েন তাঁরা।

অন্যদিকে, তাঁদের ১২ জনের এক প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে এসএসসি’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনায় বসেন। প্রায় দুই ঘণ্টারও বেশি তাদের আলোচনা হয়। কিন্তু সেই বৈঠক থেকেও কোনও সদুত্তর আসেনি বলেই জানা গিয়েছে। চাকরিহারা যোগ্য শিক্ষক রাকেশ আলম বৈঠক শেষে বলেন, “আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করলাম। কিন্তু উনি কিছুই বলতে পারলেন না। আমরা কোনও আশা দেখতে পারলাম না।”
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে সকাল থেকে তিন দফা দাবি জানানো হয়। তাঁদের দাবিগুলো হল, নতুনদের জন্য স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগ হোক। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ করতে হবে, তার আগে যেন কোনওভাবেই এই পরীক্ষার আবেদন শুরু করা না হয় । এর পাশাপশি যাঁরা ‘যোগ্য’ শিক্ষক এবং শিক্ষাকর্মী তাঁদের শংসাপত্র ও ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক। তবেই কোর্টের কাছে পরিষ্কার হবে এরা ‘যোগ্য’ হয়ে স্কুলে ফিরতে পেরেছে।