পাকিস্তান থেকে ভারতে অস্ত্র বোঝাই ড্রোন, চার জঙ্গি গ্রেফতার হরিয়ানায়
বেস্ট কলকাতা নিউজ : ফাঁস হল ড্রোন উড়িয়ে অস্ত্র পাচারের ছক ৷ অবশেষে চার জঙ্গির গ্রেফতারিতে ফাঁস হয়ে গেল পাক মাটি থেকে অস্ত্রবোঝাই ড্রোনের মাধ্যমে ভারতে হামলার চক্রান্ত ৷ পাকিস্তান থেকে ভারতে অস্ত্র পাচার করতে গিয়ে চার জঙ্গি ধরাও পড়ল ৷ পুলিস হরিয়ানার একটি টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করে৷ এরা সকলেই পঞ্জাবের বাসিন্দা৷ প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, ড্রোনের সাহায্যে পাকিস্তান থেকে অস্ত্রগুলি পাঠানো হয়েছিল তাদের কাছে৷ সেই অস্ত্র নিয়ে তারা মহারাষ্ট্র এবং তেলঙ্গনায় যাচ্ছিল ৷ কিন্তু তার আগেই চারজন খলিস্তানপন্থী জঙ্গি পুলিসের জালে ধরা পড়ে যায়৷
পুলিস প্রত্যেকের নাম পরিচয় জানিয়েছে৷ ধৃতরা হল গুরপ্রীত, আমনদীপ, পরমিন্দর এবং ভূপিন্দর৷ মূল অভিযুক্ত গুরপ্রীত জেল খাটা অপরাধী৷ পুলিস জানিয়েছে, জেলে থাকার সময় রাজবীর নামে একজনের পরিচয় হয় তার সঙ্গে৷ রাজবীরের অনেক যোগাযোগ আছে পাকিস্তানে৷ অন্যদিকে চন্ডীগড় পুলিসের মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি হরজিন্দর সিং রিন্দা পাকিস্তানেই গা ঢাকা দিয়ে আছে৷ তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের রয়েছে থানায়৷ ড্রোনের সাহায্যে ওই খলিস্তানি জঙ্গি গুরপ্রীতের কাছে অস্ত্রগুলি পাঠিয়েছিল ৷ সেই সঙ্গে পাঠায় তেলঙ্গনার আদিলাবাদের একটি লোকেশনের স্ক্রিনশটও৷ সেই লোকেশনেই গুরপ্রীতদের অস্ত্রগুলি পাঠাতে বলা হয়েছিল ৷