পাড়ার লোকেদের নিয়ে পুজো করে আসছে শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা
শিলিগুড়ি : পাড়ার লোকেদের নিয়ে পুজো করে শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা। ” আমরা সবাই” এই নাম নিয়ে পুজো করেন তারা। বর্তমানে যারা একা থাকতে পছন্দ করেন, এবং একাই থাকতে চান তাদের জন্য সবচেয়ে বলিষ্ঠ উদাহরণ এই ” আমরা সবাই ” ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সবাই মিলে এই পুজো করে। এলাকার বাসিন্দারা জানান আমরা আমাদের সামর্থ্য মত টাকা দিয়ে এই পুজো করি। পুজোর কটা দিন বেশ আনন্দে কাটাই আমরা, একসাথে আনন্দ করা একসাথে খাওয়া সবকিছু একসাথে। আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি, শুধু পূজার সময় নয় সারা বছর আমরা একসাথেই চলি। মা দুর্গা আমাদের শিখিয়ে দিয়েছেন। এদিকে ওই দুর্গাপুজো কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা হারুদা জানান আমাদের পুজোর বয়স বেশি নয়, কিন্তু আমরা সবাইকে শিখিয়ে দিয়েছি একসাথে চললে কি কি ভালো হতে পারে। এবারেও পুজোর আমাদের নানা রকম অনুষ্ঠানের পরিকল্পনা আছে। মা দুর্গার আশীর্বাদ আছে। আশা করি সবাইকে আনন্দ দিতে পারব।
