ব্রিটিশ আমল থেকে শুরু আদি কলকাতার গুরুত্বপূর্ণ সব নথি, এই বাঙালির সংগ্রহে আছে তার সব -নিদর্শনই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আক্ষরিক অর্থেই যেন ‘শখের বাজার’। ছোট ফ্ল্যাটের ড্রয়িং রুমজুড়ে এমনই সব শখের সংগ্রহের ছড়াছড়ি। আদ্যিকালের কলমদানী, দুধের বোতল। দেওয়ালে ঝোলানো পুরনো দিনের ল্যান্ডফোন, ফিল্মের পোস্টার। দুপুরের রোদ সাদা পর্দা ভেদ করে খেলা করছিল এসব সংগ্রহের উপর। সোফাই বসে ১৮৫৭ সালের ‘দি ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ’ এর পেপারের পাতা ওল্টা ছিলেন বছর পঁয়ষট্টির এক লোক। যেখানে ছাপানো রয়েছে সিপাহী বিদ্রোহের খবর। তাঁর পাশে ফাইল বন্দি এরকমই সব রকমারি তথ্যের পাণ্ডুলিপি। ভাঁজে ভাঁজে রাখা। সবই বহু বছরের পুরনো কাগজ। পাঁপড় ভাজার মতো মচমচে হয়ে গেছে। কিছু কিছু সবটা পড়া যায় না। সাবধানে না ধরলে ভেঙে যায়। পলিথিনের জ্যাকেট পরিয়ে পরম যত্নে রাখা এই বয়স্ক ভদ্রলোকের কাছে। ওনার নাম ফাল্গুনী দত্ত রায়। একটি বেসরকারি সংস্থার ডিজিএম ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। সারাদিন কেটে যায় নিজের সংগৃহীত নথির তথ্যে জোগাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *