পার্থ চ্যাটার্জী ফেরত দিলেন বিধানসভার গাড়ি, এবার তবে কি মন্ত্রিত্বও ছাড়বেন? উঠছে প্রশ্ন
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পী মন্ত্রী পার্থ চ্যাটার্জী ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে । পরিষদীয় মন্ত্রী হিসাবে বিধানসভা থেকে তাঁকে যে গাড়ি দেওয়া হয়েছিল, পার্থ চ্যাটার্জী তা ফেরত পাঠিয়েছেন । মঙ্গলবার বিকেলে আচমকাই সেই গাড়ির দেখা মিলল পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে । যার নম্বর ডাব্লিউ বি ১০-০০০৬। গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জী ঘুরেছেন মূলত যে গাড়ির সওয়ারি হয়ে। নিরবচ্ছিন্ন ভাবে পরিষদীয় দফতরের দায়িত্ব পার্থেরই কাঁধে ২০১১-র ২০ মে শপথগ্রহণের পর থেকে। নিয়ম অনুযায়ী, বিধানসভা থেকে পরিষদীয় মন্ত্রীর গাড়ির ব্যবস্থা হয়। সেই মতো, পার্থ যে গাড়িতে ঘুরতেন বিধানসভাই তা দিয়েছিল।
সূত্রের খবর, সোমবার বিকেলেই পার্থের দফতর থেকে বিধানসভাকে জানানো হয়, মন্ত্রী গাড়ি ফেরত দিতে বলেছেন। মঙ্গলবার বিকেলে বিধানসভার গ্যারাজে ফিরল সেই গাড়িই । বিধানসভা কর্তৃপক্ষের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।যদিও এ নিয়ে বিধানসভার কেউ কোনও মন্তব্যে নারাজ। এর পরেই প্রশ্ন উঠছে, তা হলে কি পার্থ মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দেবেন? এই মুহূর্তে পরিষদীয় দফতর ছাড়াও পার্থ দায়িত্বে আছেন শিল্প ও বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি দফতরেরও । পরিষদীয় মন্ত্রী হিসেবে পাওয়া গাড়ি বিধানসভায় ফিরিয়ে দেওয়া কি প্রথম পদক্ষেপ রাজ্যের মন্ত্রিত্ব ছাড়ার পথে? উঠছে এমনি প্রশ্ন।