অত্যাবশ্যকীয় অক্সিমিটার মিলছে মহামারীতে জীবনদায়ী রক্তদান করলেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এখন এটাও চলে এসেছে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে। কারণ একটাই সেটা হল করোনার আতঙ্ক । আগে নানারকম গিফট দেওয়া হত রক্তদান করলেই। তালিকায় থাকত থালা বাসন, ছাতা এমনকি ইস্ত্রিও। কিছু না হলেও থাকতো প্যাকেট ভরতি করে খাবার। কিন্তু ওনারা ভেবেছেন একটু অন্যরকম ভাবে। অক্সিমিটার দিলেন রক্ত দাতাদের। কারণ এই যন্ত্র এখন যে একটি অত্যাবশ্যকীয় পণ্য হয়ে উঠেছে মহামারীর এই কঠিন সময়ে।

এমনই এক অভিনব রক্তদান শিবিরের আয়োজন করেছিল বেহালা উত্তরসূরি ক্লাব। বাংলার বন্ধু নামে একটি সংগঠন এই ব্যাপারে তাদের সাহায্য করে । রক্তদান করলেই অক্সিমিটার। কথাটা শুনেই ক্লাবের সদস্য সুজয় ভদ্র বললেন, ‘ বহু বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি। কিন্তু কোনওদিনই আমরা গিফট দিই না। কারণ আমরা মনে করি এটা একটা মহৎ দান। যিনি এই কাজ করছেন তাকে গিফট দেওয়া মানে তাকে ছোট করা। তা জেনেই প্রত্যেক বছর আমাদের এখানে রক্ত দেন প্রায় ১০০ জন। এবারেও তাই দিয়েছেন। কিন্তু আমরা যে অক্সিমিটার দিচ্ছি তা তাঁরা কেউ জানতেন না। তাছাড়া আমরা মনে করি এটা লাক্সারি গুডস নয় এটা একটি অত্যাবশ্যকীয় সামগ্রী। এটা এখন এই পরিস্থিতির জন্য বাড়িতে থাকলে ভালো বলে আমরা মনে করেছি। তাই এটা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *