পিয়ারলেস হাসপাতাল চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিশা দেখালো অটিজম শিশুদের নিয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চিকিৎসা ব্যবস্থা নিয়ে যখন সমাজের প্রতিটি স্তরে চিকিৎসকরা নানা রকম সচেতনতার বার্তা দিচ্ছেন ঠিক সেই সময় অটিজম চাইল্ড নিয়ে এক সচেতনতার বার্তা ও আরো উন্নত চিকিৎসা পরিষেবার জন্য একাধিক কর্মসূচি নিল কলকাতা পিয়ারলেস হসপিটাল। মূলত ২ এপ্রিল পালিত হয় অটিজম ডে হিসাবে, আর সেই দিনকে মাথায় রেখে আজ সমাজে সাধারণ মানুষকে সচেতন ও উন্নত চিকিৎসা পরিষেবার জন্য একাধিক কর্মসূচি নিল কলকাতা পিয়ারলেস হসপিটাল। আজ দিনভর এই শিশুদের নিয়ে গান আবৃত্তি সহ একাধিক অনুষ্ঠান কর্মসূচি পালিত হয় তাঁদের মনোরঞ্জনের জন্য। এদিকে পিয়ারলেস হাসপাতালের এদিনের এই অনুষ্ঠানে শিশুরা যোগদান করতে পেরে তারা খুবই উৎসাহিত এবং উৎফুল্ল । এই শিশুদের একাধিক গান আবৃত্তি সহ একাধিক অ্যাক্টিভিটি চিকিৎসক সহ তাদের পরিবারের নজর কাড়ে, বলাবাহুল্য তাঁরা যেন একটা আলাদা আনন্দময় জগত ফিরে পায়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক পাপিয়া খাওয়াস বলেন, “মানুষ এটা নিয়ে আস্তে আস্তে জানতে শুরু করেছে বুঝতে শুরু করেছে। আসলে মানুষ না জেনে না বুঝে ভয় পেয়ে যাচ্ছে সেই ভয়টাকে আমাদের কাটাতে হবে। এর পুরো নাম অটিজম স্পেকটাম ডিসঅর্ডার। এই শিশুদের একেকজনের একেক রকম সমস্যা হয় এবং প্রত্যেকের আলাদা আলাদা ভাবে আমাদের নজর রাখতে হবে। প্রত্যেকটি শিশু মাটির তালের মত, এই অবস্থায় তাঁদের ঠিকমতো চিকিৎসা করলে অনায়াসে তাঁরা সুস্থ হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *