পুজোর মরশুমে চরম বিরম্বনা শিলিগুড়িতে, টোটো নিয়ে বিভ্রান্ত সাধারণ মানুষজন
শিলিগুড়ি : পুজোর মরশুমে চরম বিরম্বনা শিলিগুড়িতে। নাম্বারহীন টোটো এবং নাম্বার লাগানো টোটো নিয়ে বিভ্রান্ত সাধারণ মানুষজন। এমনকি কোথাও কোথাও ট্রাফিক পুলিশও এক চরম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে টোটোর বিচরণ নিয়ন্ত্রণ করা নিয়ে। তবে কয়েকদিন আছে হাতে, এখনই যদি প্রশাসন কঠিন হাতে এই অরাজকতা বন্ধ না করে, তবে পুজোর সময় টোটো নিয়ে চরম অস্বস্তিতে পড়তে পারে শিলিগুড়ি পুরসভাও। এদিকে যত্রতত্র টোটো দাঁড়িয়ে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে প্রচন্ড বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। দিনের পর দিন বাড়ছে টোটোর সংখ্যা, আর ক্রমশ বাড়ছে চরম বিরম্বনাও। দূর্গা পূজার সময় যদি নিয়ন্ত্রণ না থাকে তবে কোথায় সমস্যা গিয়ে দাঁড়াবে তা জানেন না কেউ। সব থেকে বড় বিরম্বন হয়তো এটাই হবে।
