পুরপ্রশাসক ববি হাকিম ফের রাস্তায় নেমে কাজ শুরু করলেন জামিন পেয়েই
বেস্ট কলকাতা নিউজ : ভোট মিটতেই কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান পদে ববি হাকিমকে ফেরানো হয় করোনাকে নিয়ন্ত্রণে আনতে। তিনি মাঠে নেমে কাজ করেন করোনার সঙ্গে লড়তে। তার মধ্যেই আচমকাই সিবিআই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করে চার-পাঁচ বছর আগেকার মামলায় চার্জসিট দেওয়ার দিনেই। আদালতে দীর্ঘ আইনি লড়াই লড়ে গত শুক্রবার শর্ত সাপেক্ষ ববি হাকিমকে অন্তর্বতীকালীন জামিন দেওয়া হয় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশে। আর তারপরেই বিলম্ব না করেই ফিরহাদ হাকিম রাস্তায় নেমে কাজ শুরু করে দেন।
এমনিতেই ফিরহাদ হাকিম গৃহবন্দি হয়ে কাজ সামলাচ্ছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে। তারপর রাজ্যের মন্ত্রী নিজের ফর্মে ফিরেছেন জামিনের নির্দেশ আসতেই। গতকালই তিনি ৭৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরে হাইড রোড ধরে তারাতলা পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন। ‘যশ’-এর জেরে কোথাও কোনও বড় ক্ষতি হয়েছে কিনা তা ঘুরে ঘুরে দেখে ববি হাকিম রিপোর্ট নেন।