অবশেষে পিছু হটল ফেসবুক-হোয়াটসঅ্যাপ , সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি মান্যতা দিল কেন্দ্রের নতুন তথ্যপ্রযুক্তি আইনকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আংশিকভাবে মেনে নিল কেন্দ্র সরকারের নয়া তথ্যপ্রযুক্তি আইন। এমনকি লিঙ্কডইন, টেলিগ্রাম, শেয়ারচ্যাট, কু অ্যাপ মেনে নিয়েছে নতুন তথ্যপ্রযুক্তি আইনের একাধিক নির্দেশিকাও। নির্দেশ মানার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিয়োগ করেছে একজন করে চিফ কম্লিয়ান্স অফিসার, নোডাল কন্টাক্ট অফিসার ও গ্রিভেন্স অফিসারও। এই তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রের কাছেও। গোটা বিষয়টির দেখভাল অবশ্য করবে তথ্যপ্রযুক্তি মন্ত্রকই।

টুইটার শুরুতে মানতে চায়নি কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি আইন। অবশেষে পরিস্থিতি বদলায় শুক্রবার রাতে। রাতারাতি কেন্দ্রকে টুইটার জানিয়ে দেয়, তাঁরাও নিযুক্ত করছে নোডাল কন্টাক্ট অফিসার ও গ্রিভেন্স অফিসার। বিশদ রিপোর্ট তা পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রকে। নয়া আইন অনুযায়ী এই অফিসারদের হতে হবে ভারতীয় নাগরিক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মী।

কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি আইনের নয়া নির্দেশিকায় বলা হয়েছে-
• ভারত সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে।
• সরকারের বিভিন্ন নির্দেশ সম্পর্কে সংস্থার কাছে ওই আধিকারিককে জানাতে হবে। প্ল্যাটফর্মগুলির গৃহীত নতুন পদক্ষেপ সম্পর্কেও সরকারকে অবহিত করতে হবে।
• প্রতি মাসে পেশ করতে হবে কমপ্লায়েন্স রিপোর্ট।
• কোনও বিতর্কিত বিষয় সম্পর্কে ইউজাররা অভিযোগ যাতে জানাতে পারেন, সেটাও নজরে রাখতে হবে আধিকারিকদের।
•কোনও অভিযোগ জমা পড়লে পদক্ষেপ নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *