পুলিশি হেফাজতে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু গোয়ায়, ঘটনার সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো মৃতের পরিবার
বেস্ট কলকাতা নিউজ : ভিন রাজ্যে কাজে গিয়ে ফের রহস্যমৃত্যু হল বাংলার ১ পরিযায়ী শ্রমিকের ! এবার ঘটনাস্থল বিজেপি শাসিত গোয়া। এক্ষেত্রে অভিযোগ আরও গুরুতর ! পরিবারের দাবি, পুলিশি হেফাজতে থাকাকালীন মারধরে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হাসনাবাদের বাসিন্দা দেবানন্দ সানার। বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছে পরিবার। শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। নিহত দেবানন্দ সানার মা ও দিদির সঙ্গে বলে আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক।

মৃত্যুর সাত দিন পর রাজ্য প্রশাসনের সহযোগিতায় তাঁর কফিনবন্দি দেহ ফেরে হাসনাবাদে গ্রামের বাড়িতে, তারপর মৃত শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন হয়। বসিরহাট জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। কীভাবে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল তা জানতে গোয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে।” আরও জানা গেছে দেবানন্দ উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা। বাড়িতে তাঁর মা, অসুস্থ বাবা এবং এক অবিবাহিত দিদি রয়েছেন। দেবানন্দর রোজগারেই চলত সংসার। প্রায় ১৫ বছর আগে তিনি গোয়ায় যান ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতে। সেখানকার একটি বেসরকারি কোম্পানির হয়ে কাজ করতেন দেবানন্দ। থাকতেন ভাস্কো দা গামা এলাকায়। এদিকে ঘটনার সুবিচার চেয়ে এদিন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করে মৃতের পরিবার।

