শেষ সাংসদ জীবন, অসুস্থতার অভিনয় করছেন সুকান্ত মজুমদার ’, পালটা তোপ ঘাস ফুল শিবিরের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অভিনয় করছেন সুকান্ত মজুমদার? রাজ্য বিজেপি সভাপতির টাকিতে অসুস্থ হয়ে পড়া নিয়ে কিন্তু এমনটাই প্রতিক্রিয়া তৃণমূলের। দলের সাংসদ তথা পেশায় চিকিৎসক ডা. শান্তনু সেন বলেন, ‘আমার মনে হয়, সাংসদ জীবন অচিরেই শেষ হবে উপলব্ধি করে, তিনি ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন। সেজন্য একটা রিহার্সাল দিলেন। যত টিভি চ্যানেলে আমরা দেখেছি, কোথাও আমরা দেখিনি, সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা মারছে বা কেউ মারধর করেছে। হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন। অভিনয় জগতে আগামী দিনে তিনি অংশগ্রহণ করবেন বলেই মনে হচ্ছে। সেই জগতে তাঁর সাফল্য আমি অগ্রিম কামনা করছি।’

তৃণমূলের এই নেতা সুকান্ত মজুমদারের বসিরহাট অভিযানে রীতিমতো ক্ষুব্ধ। এই ব্যাপারে শান্তনু সেন বলেন, ‘বাম অধ্যুষিত সন্দেশখালিতে বিজেপির মদতে বামফ্রন্টের লোকেদের নিয়ে স্থানীয় মানুষকে এবং বাইরের থেকে লোক নিয়ে গিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হল। আমরা দেখলাম, কেন্দ্রীয় মন্ত্রীও সেখানে ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করলেন। আর, গতকাল সুকান্ত মজুমদার গুন্ডাদের মত হেলমেট ছাড়া বাইক চেপে মস্তানদের নিয়ে দাপাদাপি করলেন। পুলিশের গাড়ির ওপরে ঢিল ছুড়লেন, পুলিশকে মারধর করলেন।’

বিজেপি রামচন্দ্রের মত দেবী সরস্বতীকে নিয়েও রাজনীতি করছে বলেই অভিযোগ করেন তৃণমূলের এই চিকিৎসক নেতা। তিনি এও বলেন, রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে তাঁরা রাজনীতি করেন, সেটা দেশের মানুষ জানে।‘আজকে আবার আমরা দেখলাম, তাঁরা সরস্বতী পুজোর দিনও মা সরস্বতীকে রাস্তায় নামিয়ে এনে রাজনীতি করতে পিছপা হলেন না।’

তবে তৃণমূল নেতার এই অভিযোগের কারণ, বুধবার সুকান্ত মজুমদার ইছামতীর পাড়ে সরস্বতী পুজো করেন। কিন্তু, টাকির হোটেল থেকে বেরিয়ে সন্দেশখালির উদ্দেশে তিনি রওনা দিতে গেলেই, পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বিজেপির দাবি, হোটেল ঘিরে ফেলে পুলিশ। কার্যত গৃহবন্দি করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। সেই নিয়ে ধুন্ধুমার বাধলে পুলিশের গাড়ির ওপরে উঠে পড়েন রাজ্য বিজেপি সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *