পুলিশ তত্পর হল লকডাউন সফল করতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে যখন ঊর্ধ্বমুখী মহামারী ভাইরাসের প্রকোপ, এই পরিস্থিতিতে আরো বেশি করে তত্পর হল রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর ফলে রাজ্য প্রশাসনের তরফ থেকে লকডাউন এর ঘোষণা করা হয় সপ্তাহে দুদিন। আর এর জেরেই এই তৃতীয় দিনের লকডাউনে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা থানার পুলিশ লকডাউন অমান্য করায় একজনকে আটক করেন। এবং বাজারের খোলা সবজির দোকান পুলিশের তত্পরতায় বন্ধ করে দেওয়া হয়।
কোলাঘাট বাজার এলাকায় একই চিত্র ধরা পড়ে। কিছু দোকান খোলা থাকার পর তা বন্ধ হয়ে যায় পুলিশের তত্পরতায়। দেউলিয়া বাজারে কিছু দোকান খোলা থাকায় পুলিশ তা কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেয়। পাঁশকুড়ায় শুনশান নতুন এবং পুরাতন বাজার এলাকা। সবমিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ,পাঁশকুড়া, দেউলিয়া, মেচেদা এলাকার সম্পূর্ণ জনমানব শুন্য অবস্থা। কার্যত পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ মহামারি ভাইরাসের প্রকোপ থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্যই।