পুলিশের পক্ষ থেকে পুজো মণ্ডপের আশেপাশে সরকারি গাইডলাইন প্রচার নিউটাউন এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ঢাক বাজছে, মণ্ডপের সামনে ক্রমাগত চোখে পড়ছে দর্শনার্থীদের প্রবল ভিড়৷ তার মধ্যেই কোরোনা সচেতনতা নিয়ে পুলিশের বিশেষ অভিযানও নজরে পড়ার মতো৷ এদিন নিউটাউন দেখা গেল পুলিশের পক্ষ থেকে কোরোনা মোকাবিলা করতে মণ্ডপের পাশে এমনকি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিতে।নিউটাউনের একাধিক জায়গায় পুজো মণ্ডপের বাইরে পুলিশের পক্ষ থেকে কোরোনা সচেতনতা নিয়ে বিশেষ অভিযানও চলে এমনকি মাইক বাজিয়ে৷ শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে পুজো দেখুন ৷ কোরোনা পরিস্থিতিতে সরকারি গাইডলাইন মেনে চলু। নিউটাউন থানার পক্ষ থেকে দেখা গেল এমন বার্তা দিতে৷

এদিন আরও দেখা গেছে, মাস্ক ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন মাঝরাস্তায় আটকে দেওয়া হয় তাদের মধ্যে বেশ কয়েক জনকেও , এমনকি তাদের বাড়িও ফেরৎ পাঠানো হয়৷ আবার অনেকে মাস্ক পরে নিচ্ছেন পুলিশকে দেখা মাত্রই , সঙ্গে সঙ্গে ছাড় মিলছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য৷ কেউ কেউ আবার কোনো রকম মাস্ক ছাড়াই রাস্তায় বের হয়েছে।
সারা রাজ্যে কোরোনা সংক্রমণের হার এদিকে ক্রমশ বাড়ছে৷ তারই মধ্যে শুরু হয়েছে দুর্গোৎসব৷ অনাবিল আনন্দে একরকম বাধ সেধেছে কোরোনা৷ তারপরেও পুজোর আয়োজন হয়েছে বিভিন্ন স্থানে৷ মণ্ডপে দর্শনার্থীরা ক্রমশ ভিড় জমাচ্ছে৷ তার মধ্যেই বেশ লক্ষ্যণীয় পুলিশের সচেতনতা অভিযান৷ আশঙ্কা প্রকাশ করা হচ্ছে পুজোর পরে কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *