এটাই আসল ডকুমেন্ট” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির সব নথি হাতে অমর্ত্য সেনের বাড়িতে এমনটাই জানালেন জমি বিতর্কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জমি বিতর্কের আবহে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বিকেল ৪টে নাগাদ অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত সব কাগজপত্র নিয়েই অমর্ত্য সেনের সঙ্গে দেখা করতে আসলেন মমতা।সেই সব ইস্যু নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে বসেই কথা বলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমি ল্যান্ডের রেকর্ড নিয়ে এসেছি । আমি কয়েকদিন ধরে সরকারকে দিয়ে সার্ভে করিয়েছি।’হাতে থাকা নথি দেখিয়ে বললেন, ‘এটাই হল আসল ডকুমেন্ট।’ সঙ্গে বেশ হুঁশিয়ারির সুরও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

বললেন, ‘অনেকদিন ধরে সহ্য করছি। একজন মানুষকে অসম্মান করা হচ্ছে। আমরা আইনত কী করতে পারি, সেটা আমি ফিরে যাওয়ার পর জেলাশাসককে নির্দেশ দিয়ে দেব।’মুখ্যমন্ত্রী বলেন, জমির রেকর্ড মেনন্টেন করে রাজ্য সরকার। বিশ্বভারতীর জমিও তো আমরাই দিয়েছি।’
পুরনো সরকারি নথি ঘেঁটে দেখে বললেন, রাজ্য সরকারই অতীতে বিশ্বভারতীকে জমি দিয়েছে। সেই জমি লিজ়ে দেওয়া হয়েছে নাকি পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টিও খোঁজখবর নিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *