পেঁয়াজের দাম হু হু করে বাড়ল শহর কলকাতায় , মাথায় হাত পড়লো মধ্যবিত্তের
বেস্ট কলকাতা নিউজ : কয়েকদিন আগেও জানা গিয়েছিল কমতে চলেছে পেঁয়াজের দাম। কিন্তু তাতে কোথায় কী? মধ্যবিত্তকে চমকে দিয়ে এক ধাক্কায় আকাশ ছুঁল পেঁয়াজের দর। মধ্যবিত্ত সহ সাধারণ মানুষ প্রমাদ গুনেছে যা দেখে। সারা দেশের পাশাপাশি কলকাতাও ভুগছে পেঁয়াজের জ্বরে। পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করল রবিবার ছুটির দিনেই। শেষ কবে শহরবাসী এত দাম দিয়ে পেঁয়াজ কিনেছে তা নিয়ে রীতিমতো এক রকম ভাবতে হচ্ছে সকলকে। এ বিষয়ে পদক্ষেপও গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলু পেঁয়াজ সবজির আকাশছোঁয়া দাম নিয়ে কিছুদিন আগেই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের টাস্কফোর্স ছাড়াও কৃষি দফতর ও মৎস্য দফতরের আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, মুখ্য সচিব রাজীব সিনহা থেকে শুরু করে সরকারের শীর্ষ আমলারাও। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন , আগামী এক সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে পেঁয়াজের দাম। কিন্তু অন্তত পেঁয়াজের ক্ষেত্রে তা যে হয়নি তাই পরিষ্কার জানান দিল পেঁয়াজের অস্বস্ভাবিক দর।আশঙ্কার কথা হল, এই মুহূর্তে বাজারের যা পরিস্থিতি তাতে এক ব্যবসায়ী জানাচ্ছেন, পেঁয়াজের দাম এই মুহূর্তে বাড়বে বইকি কমবে না। এর আগে কখনও শহরবাসী এতটা বাড়তে দেখেনি পেঁয়াজের মূল্য। গত সপ্তাহেও যে পেঁয়াজের মূল্য ছিল ৮০ টাকার মধ্যে আজ তাই ১০০ অতিক্রমে করেছে। ফলে বাজারে গিয়ে পেঁয়াজের ঝাঁঝে এক রকম হাঁসফাঁস করছেন মধ্যবিত্তরা।