পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে চিন্তিত নই , বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : এই মুহূর্তে বাজারে ক্রমশই ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। পেঁয়াজ কেনা ক্রমেই স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে মধ্যবিত্তদের কাছে। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য বাইরে থেকে আমদানি করার কথাও সরকারকে ভাবতে হচ্ছে।এমন অবস্থাতে নির্মলা সীতারমন সংসদে তাঁর মন্তব্য পেশ করলেন কিছুটা মজা করেই। জানালেন, তাঁর কোন অসুবিধা হচ্ছে না পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য । কেননা খুব একটা পেঁয়াজ রসুনও খান না তিনি। তাই তাঁর কোন মাথাব্যাথা নেই এই বিষয় নিয়ে। তাঁর এই মন্তব্যের জেরে হাসির রোলও ওঠে সাংসদে।এই মুহূর্তে পেঁয়াজের দাম কমানোর বিষয় নিয়ে চিন্তিত প্রায় সকলই। হাত পড়েছে এমনকি মধ্যবিত্তর মাথায়। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন , এরইমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আরও কিভাবে মূল্য কমানো যায় তা নিয়েও আলাপ আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন। ক্রমাগত পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকেও বিরোধীরা লাগাতার আক্রমণ করে চলেছে।