প্যাকেজ ট্যুরের দাপট শিলিগুড়িতে,একেবারেই খারাপ অবস্থা স্থানীয় ট্যাক্সি ড্রাইভারদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : প্যাকেজ ট্যুরের দাপট শিলিগুড়িতে।একেবারেই খারাপ অবস্থা স্থানীয় ট্যাষ্কি ড্রাইভারদের।শিলিগুড়িতে এনজেপী ষ্টেশনে নামবার আগেই পর্যটকেরা জানিয়ে দিচ্ছেন তাদের রিজার্ভ করা হয়ে আছে আগের থেকেই। এই ব্যাপারটি চলে আসছে গত ছয় মাস ধরেই। কলকাতা হোক কিংবা অন্যান্য শহর পর্যটকেরা যেখান থেকে আসছেন সেখান থেকেই হোটেলের সাথে গাড়ি বুক করে ফেলছেন। আর হয়েও যাচ্ছে বুকিং।ফলে এনজেপীতে আসা এবং ভাড়ার অপেক্ষায় থাকা ড্রাইভারেরা নিরাশ হয়ে ফিরছেন। ভাড়া একমাত্র তাদেরই হচ্ছে যাদের ভাড়া একেবারেই কম। তাছাড়া একেবারেই ভাড়া পাচ্ছেন না স্থানীয় ট্যাষ্কি ড্রাইভারেরা।

তারা জানান পর্যটকেরা একেবারেই ভাড়া নিচ্ছেন না।যখন হোটেল বুকিং করছেন হোটেল থেকেই গাড়ির ব্যাবস্থা করে দেওয়া হচ্ছে। তাই আর দরকার হচ্ছে না স্থানীয় ড্রাইভারকে। এইভাবে চললে তো আমাদের ব্যাবসা বন্ধ করেই দিতে হবে। কারন প্রায় ৯০ % পর্যটক এখন সরাসরি নিজের বাড়ির থেকেই গাড়ি বুকিং করে নিচ্ছেন । ফলে আর লাগছে না স্থানীয় ট্যাক্সি ড্রাইভারদের। এদিকে হোটেল মালিকদের প্রশ্ন করলে তারা জানান এটা পর্যটকদের ব্যাপার আমাদের কিছুই করবার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *