প্রচন্ড গরমে ঘন ঘন লোডশেডিং, চরম সমস্যায় শিলিগুড়ির সাধারণ মানুষ
শিলিগুড়ি : একই প্রচণ্ড গরম তার উপরে ঘনঘন লোডশেডিং সমস্যায় শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ি ছয় সাতটি এলাকায় জুড়ে দিনরাত মিলিয়ে ছয় থেকে সাত ঘন্টা লোডশেডিং হচ্ছে। প্রচন্ড গরম এবং ফ্যাসফেসে আবহাওয়ার কারণে শিলিগুড়িতে দিনের পর দিন একই আবহাওয়ার জন্য অস্বস্তি এবং অশান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গোটা শিলিগুড়ি জুড়ে একই অবস্থা দেখা দিয়েছে। শিলিগুড়ি শহরে লোডশেডিং নিয়ে মানুষের অস্বস্তি এবং অশান্তি কম নয় কিছুদিন আগে পর্যন্ত এতটা কঠিন এবং খারাপ অবস্থা ছিল না সাধারণ মানুষের। তবে শহর শিলিগুড়িতে গত কয়েকদিন ধরে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে প্রায় সাত আট নয় ঘন্টা লোডশেডিং হচ্ছে এই খবর নতুন নয়, তবে বিদ্যুৎ দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে অতিরিক্ত ইলেকট্রিসিটি ব্যবহারের কারণে লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ দপ্তর।
প্রচন্ড গরমে এসি কেনা হিরিক বেড়ে গেছে অনেকটাই, এসির খরচ তো আছেই ভাতৃ-বিদ্যুৎ সরবরাহ করতে বাধ্য এবং ব্যর্থ হচ্ছে বিদ্যুৎ দপ্তর। শিলিগুড়ি শহর জুড়ে শিলিগুড়ি আশেপাশের এলাকা জুড়ে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে সপ্তাহ থেকে। কখনো রাতের বেলা অথবা কখনো ভোরের বেলা বিদ্যুৎ পাচ্ছে না এবং তা সরবরাহ করা যাচ্ছে না বলে দাবি বিদ্যুৎ দপ্তরে আধিকারিকদের। শিলিগুড়িতে বিদ্যুৎ নিয়ে গত কয়েক বছর ধরে খুব একটা সমস্যা ছিল না তবে আবার নতুন করে ঘাটতি দেখা দিয়েছে। প্রতিটা বাড়িতে একটা জায়গায় পাঁচটা এবং দুটো জায়গায় তিনটে এসি চলছে হলে বিদ্যুৎ পর্যাপ্ত ভাবে সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ দপ্তর। গরম না কমলে লোডশেডিং কমার সম্ভাবনা নেই এটাও জানিয়ে দিয়েছেন তারা। এক অফিসার জানালেন আমরা চেষ্টা করছি তবে একটু সময় লাগবে।