নবদ্বীপ পুলিশ ৬ টি গরু সহ গ্রেপ্তার করল ২ গরু পাচারকারীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৈধ কাগজপত্র না থাকার কারণে নবদ্বীপ থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল একাধিক গরু উদ্ধার সমেত।এই ঘটনার কথা জানাজানি হতেই নবদ্বীপ এলাকায় দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য।পুলিশ আরও জানায়, ২টি বাছুর সহ মোট ৬ টি গরুকে উদ্ধার করা হয়েছে এই গরু পাচারের ঘটনায়।এর পাশাপাশি অবৈধ ভাবে গরু পাচারের অভিযোগে, প্রথমে দুই ব্যক্তিকে আটক ও পরে গ্রেপ্তারও করা হয়। ধৃত দুই অভিযুক্তের নাম, জাহাঙ্গীর শেখ ও সারজুল শেখ। প্রথমজনের বাড়ি কোতোয়ালি থানার আনন্দবাস গ্রামে ও দ্বিতীয়জনের নবদ্বীপ থানার ভালুকা এলাকায়। পাশাপাশি উদ্ধার হওয়া দুটি বাছুর সহ গরুগুলিকে নিরাপদে রাখার জন্য খোঁয়ারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে ।পুলিশ সূত্রে আরও খবর, বুধবার দুপুরে নবদ্বীপ থানার একটি টহলদারী পুলিশের গাড়ি যখন টহল দিচ্ছিল, নবদ্বীপ – কৃষ্ণনগর রাজ্য সড়কে গৌরাঙ্গ সেতু রোডে সে সময় গোপন সূত্রে খবর আসে পূর্ব বর্ধমানের নাদনঘাট থেকে একটি ছোট গাড়িতে পাচার করা হবে বেশকিছু গরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *