দৃষ্টিহীনদের নতুন নোট চেনাতে অ্যাপস আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক কতৃপক্ষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নোট বাতিলের পর বাজারে এসেছে নতুন নকশা ও নতুন সাইজের নোট৷ তা প্রথমে যেমন বড় অংকের দুহাজার পাঁচশোর মতো নোট রয়েছে তা আবার কমতে কমতে ২০০, ১০০, ৫০, ১০ টাকার নোটও রয়েছে৷ কিন্তু এই পরিবর্তনের ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছে দৃষ্টিহীনরা। আর সে কথা জানতে পেরে দৃষ্টিহীনদের অসুবিধা দূর করতে রিজার্ভ ব্যাংক এ বার আনতে চলেছে নতুন এক মোবাইল অ্যাপ ৷

এরূপ পরিস্থিতিতে দৃষ্টিহীনদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য ব্লাইন্ড এক আবেদন করে তাদের সমস্যার কথা জানিয়ে । যাতে বলা হয়েছিল, এইসব নতুন ‌২০০০, ৫০০, ২০০, ১০০ এবং ৫০ টাকার নোট চিনতে অসুবিধা হচ্ছে তাদের । পাশাপাশি সমস্যা সৃষ্টি হচ্ছে নতুন কয়েন চিনতেও। যাতে দৃষ্টিহীনরা সহজেই নোট চিনতে পারেন তার জন্য পরিবর্তিত ব্যাংক নোটের কথাও বলা হয়েছিল৷ ‌তখন নতুন নোট চিনতে উপযোগী মোবাইল অ্যাপ বাজারে আনতে রিজার্ভ ব্যাংক অনুমতিও চায় দিল্লি হাইকোর্টের কাছে৷ ফলে নোটের পরিবর্তন না হলেও এমন অ্যাপ আনার চেষ্টা করা হয় যাতে দৃষ্টিহীনরা সহজেই চিনতে পারে সেই নোট । সেই জন্য চার সদস্যের কমিটি তৈরি করে আরবিআই। এর সফটওয়্যার বানানোর প্রক্রিয়াও প্রায় শেষ হয়েছে । রিজার্ভ ব্যাংক সূত্রে খবর, এবার ওই নতুন এই অ্যাপ সহজেই ডাউনলোড করা যাবে মোবাইল সেটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *