প্রবল তুষারপাত সিকিমে, দার্জিলিঙে উপচে পড়ছে পর্যটকটের ভিড়
নিজস্ব সংবাদদাতা : মরশুমের প্রথম তুষারপাত সিকিমে। গত তিনদিন ধরে সিকিমের পেলিং এবং সিটং এ প্রবল তুষারপাত হয়েছে। মৌসুমের প্রথম তুষারপাত দেখতে গিয়ে উপচে পড়েছেন পর্যটকেরা। সিকিমের বিভিন্ন জায়গায় সকাল থেকে তুষারপাত হওয়ায় মানুষ আনন্দ পাচ্ছেন। বিশেষ করে নভেম্বরের শুরুতেই এই তুষারপাত পর্যটকদের আরো আকর্ষণ করবে বলে মনে করছেন পর্যটক মহল। সিকিমের পাশাপাশি দার্জিলিঙে ও তুষারপাত হয়েছে , দার্জিলিং যাওয়ার পথে তুষারপাত দেখতে গিয়ে আনন্দ পেয়েছে পর্যটকেরা। সাধারণত এই সময় দার্জিলিং এ তুষারপাত হয় না। ছুটির পরে এই তুষারপাত খবর পেয়ে তড়িঘড়ি টিকিট কেটে দার্জিলিং চলে আসছেন অনেকে। তবে উত্তর সিকিমে এই তুষারপাতে প্রচুর মানুষ আকৃষ্ট হয়েছেন। সিকিমের তাপমাত্রা এই তুষারপাতের কারণে এক ধাক্কায় অনেকটাই কমে গেছে বলে জানা গেছে। বিশেষ করে সন্ধ্যার পরে তাপমাত্রা অনেকটাই কমে যায় বলে জানিয়েছে সিকিম এর পর্যটন দপ্তর।
এদিকে সিকিমের বিভিন্ন এলাকা জুড়ে বরফে ঢেকে যাওয়ায় যান চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন পর্যটক মহল। গত তিনদিনে ছাঙ্গুতে প্রচুর বরফ পড়েছে। যেটা এই নভেম্বরে শুরুতে আশা করা যায় না। এই বরফ আর কতদিন থাকবে তবে জানা গেছে এবার ঠান্ডা পাহাড়ে। এবং তার রেকর্ড অতিক্রম করতে পারে । পর্যটকদের সিকিমের থাকার একটাই চিন্তা যদি রাস্তা আটকে যায়, তবুও চেষ্টা করছে সিকিম সরকার যাতে কোন অসুবিধা না হয় পর্যটকদের। তবে মরশুমের প্রথম তুষার পাশে সিকিম মন জয় করে নিয়েছে পর্যটকদের।
c