প্রবল বৃষ্টিতে ঘরে ঢুকে পড়লো জল, সমস্যায় পড়ে গেলেন এলাকার বাসিন্দারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : প্রবল বৃষ্টিতে ঘরে ঢুকে পড়লো জল , আর যার জেরে চরম সমস্যায় পড়ে গেলেন এলাকার বাসিন্দারা। শিলিগুড়ির মাইকেল মধুসূদন সরণীর অবস্থা ঠিক এমনটাই। এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রতিবছরই একই সমস্যা তৈরি হচ্ছে , অথচ প্রশাসন একেবারেই সম্পূর্ণ নির্বিকার। বর্ষার সময় চূড়ান্ত নাজেহাল হতে হয় তাদের, বাড়ির উঠোনে জল চলে আসে , ঘরে জল ঢুকে যায় । এই অবস্থায় রান্না করে রাখা জিনিস নষ্ট হয়ে যায় । এমনকি রাত্রিবেলা শুতে গেলেও সমস্যা হয় ।

এলাকার বাসিন্দারা আরো জানান ঘরে জল ঢোকার ভয়ে কোন বৈদ্যুতিক জিনিস কিনতে ভয় পান তারা। কোন সময় কোন দুর্ঘটনা যাতে ঘটে না যায় সেই ভয়ে সবসময় তটস্থ থাকেন তারা। সারাক্ষণ বর্ষার জল পায় লাগিয়ে পায়ের চর্ম রোগ হয়ে যাচ্ছে তাদের। রাস্তা সারিয়ে তোলার কোন নামই করছে না প্রশাসন। এর ফলে প্রচন্ড সমস্যায় পড়ে যাচ্ছেন তারা। জমা জলে ভেসে আসছে পোকামাকড় এবং অন্যান্য কীটপতঙ্গ। বিশেষ করে একতলা বাড়ি হওয়ায় সমস্যা আরো বেড়েছে। এদিনের এই প্রতিবাদে রাস্তা অবরোধ করে তারা। তারা জানিয়েছেন অবিলম্বে যদি সুরাহা না হয় তাহলে তারা আরো বড় আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *