প্রয়াত বাম নেতারা মেয়ে বসুন্ধরা ঘাসফুলের প্রার্থী হতে চলেছে কলকাতার পুরভোটে
বেস্ট কলকাতা নিউজ :রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বামফ্রন্ট নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী এবার মহানগরের লাল বাড়ির লড়াইয়ের ঘাসফুলের প্রার্থী হিসেবে মনোনীত হলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তৃনমূল মূলত পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। নবীন ও প্রবীণ মিলিয়ে তৈরি হয়েছে ঘাসফুলের পুর ময়দানের লড়াইয়ের মাঠ। পুরভোটের প্রার্থী তালিকায় রয়েছে ছয় বিধায়ক সহ এক সাংসদও।
আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে বসুন্ধরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন। তিনি ভোটে লড়াই করবেন যাদবপুরের ৯৬ ওয়ার্ড থেকে। কিছুদিন আগেই, তিনি তৃণমূলের হয়ে জনসংযোগে হাজির ছিলেন উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে। রাজনৈতিক মহলের মতে মনস্তত্ত্ববিদ বসুন্ধরার কাজ ভালো লেগেছে দলের শীর্ষ নেতৃত্বের। তাইতাকে তুলে আনা হল যুব সমাজের মুখ হিসাবেই। ব্রাত্য বসুর সাথে ক্ষিতি কন্যা বসুন্ধরা ত্রিপুরার মাটিতে হাজির হয়েছিলেন। খাতায় কলমে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী ২০১৭ সাল থেকেই। যদিও সর্বত্র তার পরিচয় ছাপিয়ে উঠে এসেছে একটাই লাইন, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে।