প্রশাসনের তরফে দোকান ভাঙা হল ভাঙড়ে সরকারি জমি পুনরুদ্ধারের কাজে
বেস্ট কলকাতা নিউজ : একাধিক দোকান গড়ে উঠেছে ভাঙড়ের ২ নং ব্লকের বিডিও অফিস চত্বরে সরকারি জায়গা জবরদখল করে। এর ফলে চরম অসুবিধে হচ্ছিল যানবাহন ও সাধারণ মানুষের চলাফেরায়। স্থানীয়দের দাবি ছিল নিত্যযাত্রী চলাফেরার জন্য ফুটপাথ তৈরি করা হোক বিডিও অফিস চত্বরে রাস্তা সম্প্রসারণ করে।
ইতিমধ্যেই ভাঙড় ২ নং ব্লক প্রশাসনের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে রাস্তার অনুমোদন ও বিডিও অফিস চত্বরের সৌন্দর্যায়নের জন্য। সরকারি জমি জবরদখল করে যে সমস্ত দোকান গড়ে উঠেছিল, সেগুলো ভাঙার কাজ চলছে আজ সকাল থেকেই। প্রশাসনের সূত্রে আরও খবর, যে সমস্ত ব্যবসায়ী রাস্তার পাশে ব্যবসা করছিলেন, তাঁদের জন্য ব্যবস্থা করা হবে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি উন্নত পুনর্বাসনের৷ এই বিষয় তাদের আশ্বাস দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামও।
আজ সকালে ভাঙড়ের এই তৃণমূল নেতা সরেজমিনে খতিয়ে দেখেন ভাঙড় ২ নম্বর বিডিও অফিস সংলগ্ন এলাকা। পাশাপাশি তৃণমূল নেতা আরাবুল ইসলাম কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে৷ তিনি আরও জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য, বিডিও, কর্মাধ্যক্ষরা এর সমাধান সূত্র বের করবে একসঙ্গে বসে একটা বৈঠক করে ৷