প্রয়াত হল রাম মন্দিরের প্রধান পুরোহিত, অযোধ্যায় নেমে এলো গভীর শোকের ছায়া
বেস্ট কলকাতা নিউজ : প্রয়াত হল রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। লখনউয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকেই লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসপিজিআই)–তে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বুধবার সেখানেই তিনি মারা যান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
হাসপাতালের তরফেও জানানো হয়েছে, ব্রেন স্ট্রোকই মৃত্যুর কারণ। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বয়সজনিত নানা রোগে ভুগছিলেন রামমন্দিরের প্রধান পূজারি। গত বছরের শেষেও স্নায়ুর একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্নায়ুরোগের পাশাপাশি মধুমেহ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল রাম মন্দিরের প্রধান পুরোহিতের। গত মাসের শেষে তাঁকে অযোধ্যার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উন্নততর চিকিৎসার জন্য গত ৩ ফেব্রুয়ারি এসপিজিআই–তে ভর্তি করানো হয়। এদিকে হাসপাতাল সূত্রে খবর মঙ্গলবার থেকে ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। মঙ্গলবার সন্ধেয় সত্যেন্দ্রকে দেখতে হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ বুধবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ।