পয়লা বৈশাখে শিলিগুড়িতে হবে আকর্ষণীয় অনুষ্ঠান, এমনটাই জানালেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পয়লা বৈশাখে শিলিগুড়িতে হতে চলেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অনুষ্ঠান। এবারে থাকবে শিলিগুড়ি বিশিষ্ট শিল্পীদের নিয়ে সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান। থাকবে হাফ ম্যারাথন। মেয়র গৌতম দেব জানান এদিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষিত হয়েছে। বাংলার মাটি বাংলার জল , বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূন্য হাও হে ভগবান। তাই এই দিনটিকে শিলিগুড়ি পুরসভা চাইছে মনে রাখার মত করে পালন করতে। সকাল বেলায় সবাই সকাল সাড়ে ছটার মধ্যে চলে আসবে। আমরা আমাদের শোভাযাত্রা বের করব। এদিন মেয়র আরো জানান বাংলা নববর্ষের দিনটিকে আকর্ষণীয় করে তুলতে শিলিগুড়ি পুরসভা চেষ্টা ত্রুটি রাখবে না। নানা ভাবে নানা দিক দিয়ে তারা ঐদিন টিকে মনোরঞ্জনের দিন করে তুলবে। আমাদের তরফ থেকে শিলিগুড়িবাসীর জন্য থাকবে অনেক সুন্দর এবং বড় উপহার, এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *