ফুলকপি বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ পিক আপ ভ্যানের , ময়নাগুড়িতে মৃত হল ৩ জনের
বেস্ট কলকাতা নিউজ : ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তিনজনের নাম পবিত্র পাহান (১৯),অগাস্টিং বাচরা (২৩),অমিত টুডু (২৮)। তাঁরা সকলেই উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই সময় পিছনের দিক থেকে একটি ফুলকপি বোঝাই পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পিকআপ গাড়ির সামনের অংশ। গুরুতর আহত হয়ে পড়েন পিকআপ গাড়িতে থাকা তিনজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানা, হাইওয়ে ট্রাফিক এবং দমকলের কর্মীরা। আহত তিনজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। ফুলকপি নিয়ে ধূপগুড়িতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। অবশেষে পুরো ঘটনার তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ।