ফের অঙ্গদান কোভিড পরিস্থিতিতে , হায়দরাবাদে যাচ্ছে উত্তরপাড়ার বাসিন্দার ফুসফুস ! এসএসকেএমে যাচ্ছে কিডনি, ত্বক
বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতায় ফের অঙ্গদানের নজির করোনা পরিস্থিতির মধ্যেও। এবার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে ভর্তি থাকা এক রোগীর ব্রেন ডেথ হওয়ায় তাঁর ফুসফুস, দুটি কিডনি, কর্নিয়া, ও স্কিন অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে । ফুসসুস কলকাতা থেকে যাচ্ছে সুদূর হায়দরাবাদে। এই প্রথম বলেই জানা গিয়েছে কলকাতা থেকে ভিন রাজ্যে ফুসফুস যাওয়ার এমন ঘটনা। হায়দরাবাদ থেকে ইতিমধ্যেই শহর কলকাতায় পৌঁছে গিয়েছেন এমনকি চিকিৎসকরাও। তাঁরা ফের হায়দরাবাদের উদ্দেশে উড়ে যাবেন ওই অঙ্গ নিয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার বাসিন্দা পীযূষকান্তি ঘোষাল বয়স ৪৪ বছর। তিনি চার দিন আগে ভর্তি হয়েছিলেন ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে। তার পরেই তাঁর ব্রেন ডেথ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয় । হাসপাতাল এর পক্ষ থেকে অঙ্গদানের কথা বলা হয় তার পরিবারকে।পরিবারও এমনকি তাতে সম্মতি দেয় ।জানা গিয়েছে, এসএসকেমে চিকিৎসাধীন একাধিক রোগীর শরীরে প্রতিস্থাপিত হবে ব্রেন ডেথ হওয়া ব্যক্তির দুটি কিডনি ও ত্বক। শঙ্কর নেত্রালয়ে যাচ্ছে কর্নিয়া। এমনকি ফুসফুসও যাচ্ছে ভিন রাজ্যে। হৃদপিণ্ড ও লিভার ব্যবহার করার মতো অবস্থায় নেই বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।