যাদবপুরের পর ফের গড়ফা, চালু হল শ্রমজীবী ক্যান্টিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের পর এবার গড়ফায় চালু হল দ্বিতীয় শ্রমজীবী ক্যান্টিন । এতদিন ধরে নিজস্ব কোনও রান্নাঘর ছিল না শ্রমজীবী ক্যান্টিনের। শ্রমজীবী ক্যান্টিনের জন্য তৈরি হল এমনকি নতুন এবং স্থায়ী রান্নাঘর। দক্ষিণ শহরতলির মানুষ পেট ভরে খাবার পাবেন শুধুমাত্র ২০ টাকার বিনিময়ে। শ্রমজীবী ক্যান্টিনের এই রান্নাঘর তৈরি হয়েছে চারটি জায়গায় । নয়াবাদ চক গড়িয়া, গড়ফা, সন্তোষপুর মেনরোড এবং মুকুন্দপু। বাম এর কর্মী-সমর্থকদের উৎসাহে এবং উদ্যোগে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে কাজ চলছিল শ্রমজীবী ক্যান্টিনের। এই স্থায়ী রান্নাঘর তৈরি হওয়ায়, সেই কাজ আরও ত্বরান্বিত হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা।

সুজন চক্রবর্তী জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত শ্রমজীবী ক্যান্টিন থেকে খাবার বণ্টনের ব্যবস্থা করা হবে বলেও। যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের খাবার এলাকার গরিব মানুষকে দেওয়া হচ্ছে গত ১৪৫ দিন ধরে। নতুন এই রান্নাঘর থেকে নতুন উদ্যোগে উৎকৃষ্ট মানের খাবার দেওয়া হবে গরফার এবং সংলগ্ন এলাকার মানুষের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *