ফের আসানসোলে ভয়াবহ অগ্নিকান্ড, ভস্মীভূত হল ৫টি দোকান, বাজারের ট্রান্সফরমারে আগুন ছড়িয়ে বিপদের আশংকা খনি শহর জুড়ে
বেস্ট কলকাতা নিউজ : সাত সকালে আসানসোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল খনি শহরে। জিটি রোডের উপর রাহা লেন মোড় এলাকায় এই আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দোকান থেকে আগুন লাগার পর তা নিমেষে ছড়িয়ে পড়ে উপরে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মারে। দাউদাউ করে ট্রান্সফর্মার জ্বলতে দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। ট্রান্সফর্মারের তার বেয়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল, পুলিস এবং স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।

জানা গিয়েছে, এই দোকানগুলি ফুটপাতের উপর গজিয়ে উঠেছে। শুধু ফুটপাত দখল নয়, এলাকায় থাকা ডব্লুবিএসইডিসিএলের ট্রান্সফর্মারের নীচের অংশ ঘিরে নিয়ে ব্যবসা চলছে। ট্রান্সফর্মারের জমি দখল হয়ে যাওয়ায় তা রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রাহা লেন থেকে বস্তিনবাজার সর্বত্র একই ঘটনা। যেকোনও সময়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। মানুষের নিরাপত্তার কথা ভেবে এই অরাজকতা থামাতে জেলাশাসককে চিঠি দিয়েছেন আসানসোল পুরসভার চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলার অমরনাথ চট্টোপাধ্যায়।
পাশাপাশি, ট্রান্সফর্মারগুলিকে জবরদখল মুক্ত করার জন্য পুরসভাকে চিঠি দিয়েছেন। সাধারণ মানুষও চায়, ক্ষুদ্র ভোটের স্বার্থ থেকে বেরিয়ে এসে প্রশাসন জবরদখল মুক্ত করতে কড়া অবস্থান নিক। পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আসানসোল বাজারের বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার ঘিরে ব্যবসা চলছে। আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়নি। কিন্তু, যেভাবে ট্রান্সফর্মারগুলিকে ঘিরে ব্যবসা হচ্ছে, তাতে যেকোনও দিন বড় অঘটন ঘটে যাবে। আমি জেলাশাসককে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছি।