ফের উর্ধমুখী তাপমাত্রার পারদ, আবারও এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে
বেস্ট কলকাতা নিউজ : বুধবার সকাল থেকেই ঘন কুয়াশার আবরণে ঢেকে রয়েছে রাজ্যের সর্বত্র।এমনকি ঘনকুয়াশার চাদরে ঢেকে ছিল ইএম বাইপাস-সহ কলকাতার পূর্ব প্রান্তও । তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয় । এ দিকে, তাপমাত্রার পারদও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা । যা স্বাভাবিক। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, কাল উত্তরবঙ্গে বৃষ্টি হবে। শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।
এমনকি বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সকল জেলায়। এদিকে রাজ্যে আগামী কয়েকদিনে, আরও কমবে শীতের প্রভাব। রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে আগামী তিন দিনে। একইসঙ্গে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির দাপট দেখা যাবে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন থেকে চার দিন।