ফের জুনিয়র ডাক্তারদের ইমেল রাজ্যের মুখ্যসচিবকে, ব্যাপক জোর চর্চা কারণ ঘিরেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবারও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। এর আগের বৈঠকে রাজ্য সরকারের কাছে মোট ৭ দফা দাবি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে তাঁদের সেই দাবিগুলিরই বেশিরভাগই পূরণ হয়নি বলে জানিয়ে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। এব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

অচলাবস্থা যেন কেটেও কাটে না। আবারও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে বৈঠকের পর নবান্নে (Nbanna) মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলির সুরক্ষা সংক্রান্ত একাধিক দাবিদাওয়া পেশ করেছিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। সরকার তাঁদের দাবি পূরণ করবেন বলে মনে করেছিলেন তাঁরা।

তবে এখনও পর্যন্ত সেই সব দাবির অধিকাংশই পূরণ হয়নি বলে মনে করছেন জুনিয়ার ডাক্তাররা। তাই তাঁদের সেই দাবিগুলি মুখ্যসচিবকে মনে করিয়ে দিতেই ফের তাঁকে ইমেল করেছেন চিকিৎসকরা। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে থ্রেট কালচারের অবসান, মেডিকেল কলেজগুলিতে গণতান্ত্রিক উপায়ে ছাত্র প্রতিনিধি বেছে নিতে নির্বাচন, ডাক্তার, নার্স ও অন্য স্বাস্থ্য কর্মীদের প্রতিনিধি নিয়ে টাস্ক ফোর্স তৈরি-সহ মুখ্যসচিব মনোজ পন্থের কাছে মোট ৭ দফা দাবি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবিগুলি পূরণের ব্যাপারে এবার ফের একবার মুখ্যসচিবকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। এব্যাপারে মুখ্যসিচব রাজ্যের তরফে জুনিয়র ডাক্তারদের কী জানাবেন নজর সেদিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *