ফের টাকার পাহাড়ের হদিশ মিললো শহর কলকাতায় ! লালবাজারের তদন্তকারীরা ৪৩ লাখ টাকা উদ্ধার করল স্ট্র্যান্ড রোড এলাকা থেকে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পুলিশের ফের বড়সড় সাফল্য। লালবাজারের তদন্তকারীরা ৪৩ লাখ টাকা উদ্ধার করল স্ট্র্যান্ড রোড এলাকা থেকে। এদিকে তদন্তকারী আধিকারিকরা তিন ব্যক্তিকে গ্রেফতারও করে এই ঘটনায় । সন্দেহজনক ভাবে ওই তিন ব্যক্তিকে স্ট্র্যান্ড রোডে ঘুরে বেড়াতে দেখেন পুলিশ আধিকারিকরা। ব্যাগও ছিল তাদের হাতে। এদিকে পুলিশের সন্দেহ হয় এমন ভাবে ঘুরে বেড়াতে দেখে । আর জানা যায় তাদের চেপে ধরতেই বিপুল এই টাকার পাহাড় সামনে চলে আসে বলেই।